Transitive Verb কাকে বলে? Transitive Verb চেনার উপায়
Transitive Verb কাকে বলে?
যে সব verb বা ক্রিয়ার কার্য সম্পাদনের জন্য subject ছাড়াও অন্য কিছু বা অন্য কারো প্রয়োজন হয়, তাদেরকে Transitive verb বা সকর্মক ক্রিয়া বলা হয়। সকর্মক ক্রিয়ার অর্থের পরিপূর্ণতার জন্য বাক্যে object এর প্রয়োজন হয়।
Example:
- He is eating rice. [eating- Transitive verb; rice- Direct object]
- She told us a secret. [told- Transitive verb; a secret- Direct object; us- Indirect object]
Verb কে ‘Who’, ‘whom’ অথবা ‘what’ অর্থাৎ ক্রিয়াকে ‘কে’,‘কি’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করা হলে উত্তর হিসেবে object পাওয়া যায়। অধিকাংশ সকর্মক ক্রিয়া একটি object ব্যবহার করলেও give, ask, offer, promise, tell ইত্যাদির মতো কিছু T. verb দুটি object ব্যবহার করে থাকে।
- একটি Indirect object, যা কোন ব্যাক্তিকে কি করা বা দেয়া হয়েছে তা নির্দেশ করে;
- অন্যটি Direct object, যা সাধারণত কোন বস্তুকে নির্দেশ করে।
Transitive verb এর বিপরীত verb হল Intransitive verb বা অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া বাক্যের অর্থের পরিপূর্ণতার জন্য object এর উপর নির্ভরশীল হলেও, অকর্মক ক্রিয়া object ছাড়াও বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।
Example:
- They sang
- The dog jumped
Transitive verb চেনার উপায়
যেহেতু object ব্যতীত সকর্মক ক্রিয়া বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেহেতু সকর্মক ক্রিয়ায় অবশ্যই object থাকবে।
কোন বাক্যের verb কে who, what অথবা whom দিয়ে প্রশ্ন করা হলে বাক্যস্থিত object খুঁজে বের করা যায়। বাক্যের সেই object কে বাদ দিলে যদি অর্থ পরিপূর্ণ না হয় তবে verb টি অবশ্যই Transitive verb হবে।
Example:
- He conveyed the message
বাক্যটির verb - conveyed,
‘He conveyed’ শব্দাংশটিকে who/what/ whom দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে - the message, অর্থাৎ এটি এই বাক্যটির object।
এখন, শুধুমাত্র ‘he conveyed’ কি কোন পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে? অর্থাৎ object ছাড়া বাক্যের অর্থ কি পরিপূর্ণতা পাচ্ছে?
নাকি বাক্যের অর্থটি অসম্পূর্ণ?
এক্ষেত্রে বাক্যের অর্থটি অসম্পূর্ণ, ফলে এটি একটি সকর্মক ক্রিয়া।
Grammar
Read More
- হিসাব বিজ্ঞান কাকে বলে?
- প্রযুক্তি বলতে কি বুজায়? প্রযুক্তির গুরুত্ব
- Rag Day অর্থ কি? Rag Day এর ইতিহাস, গুরুত্ব ও বর্তমান চিত্র
- গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের মূলস্তম্ভ
- সাব ডিভিশন মানে কি? সাব-ডিভিশন উদ্দেশ্য
- ক্রেডিট মানে কি? ডেবিট-ক্রেডিট নির্নয়ের সূত্র
- Gig Worker কাকে বলে? কীভাবে Gig Worker হিসাবে কাজ পাওয়া যায়?
- স্নাতক এর অর্থ কি?
- C/O বা Care of এর অর্থ কি? এর ব্যবহার এবং প্রয়োজনীয়তা
- অর্থসহ প্রবাদ বাক্য - বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সংগ্রহ