Internet - Paragraph for HSC & SSC

  (5/5, 6 votes)

মানব সভ্যতার বিকাশের অন্যতম একটি মাইলফলক হল ইন্টারনেটের আবিষ্কার। যার সূচনা মূলত হয়েছিল ১৯৬০ সালের দিকে আমেরিকায়। সেসময়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের অর্থায়নে ARPANET (Advanced Research Projects Agency Network) নামক প্রতিষ্ঠানের হাত ধরে ইন্টারনেট প্রযুক্তির উদ্ভাবন এবং বিকাশ শুরু হয়। 

পরবর্তীতে ১৯৯০ সালে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী Tim Berners Lee, www (world wide web) এর উদ্ভাবনের মাধ্যমে আধুনিক ইন্টারনেট ব্যবস্থার আমূল বিকাশ সংঘটিত হয়েছে। মূলত তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ওয়েবপেইজ এবং ওয়েবসাইট এর ক্রমাগত উন্নয়নের কারণে ইন্টারনেট প্রযুক্তির এই অভূত উন্নয়ন সম্ভব হয়েছে। 

 ইন্টারনেট নিয়ে paragraph লেখার জন্য, নিচে উল্লেখ করা কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর গুছিয়ে লিখলেই প্যারাগ্রাফটির কাঠামো তৈরি হয়ে যাবে । যার সঙ্গে আনুসঙ্গিক আরো কিছু তথ্য উপস্থাপন করা হলে পূর্নাঙ্গ একটি paragraph তৈরি হবে । শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরগুলো বাংলায় দেয়া হল ।

Q1. What is the internet?

ইন্টারনেট হল একধরনের গ্লোবাল নেটওয়ার্কিং সিস্টেম, যা বিভিন্ন সার্ভার এবং সকল ধরনের কম্পিউটিং ডিভাইসের মাঝে একধরনের নেটওয়ার্ক স্থাপন করার মাধ্যমে যোগাযোগ বিদ্যমান রাখে। 

Q2. How does it work?

একধরনের জটিল নেটওয়ার্ক এর মাধ্যমে এটি কাজ করে থাকে, যার এক প্রান্তে সংরক্ষিত ডেটা সম্বলিত সার্ভার এবং অন্য প্রান্তে কম্পিউটার বা মোবাইল ডিভাইসের মাঝে একধরনের আন্তঃযোগাযোগ স্থাপনের মাধ্যমে তথ্যের আদান-প্রদান এর সাহায্যে ইন্টারনেট কাজ করে থাকে।  

Q3. Where does it contribute most?

ইন্টারনেট সার্বিকভাবে মানব জীবনের প্রায় সকল ক্ষেত্রেই সরাসরি অবদান রাখলেও, সবচেয়ে বেশি অবদান রেখেছে যোগাযোগ প্রযুক্তিগত ক্ষেত্রে।  

Q4. What are the merits of this innovation?

তথ্য প্রাপ্তি, তথ্য সংরক্ষণ, দূরবর্তী যোগাযোগ এবং বিভিন্ন ধরনের ডেটা আদান-প্রদান সহ প্রায় সকল ক্ষেত্রেই মানুষের হাতের নাগালে সম্ভাব্য প্রায় সকল তথ্যকে এনে দিয়েছে। একই সাথে পৃথিবীকে ছোট করে একধরনের গ্লোবাল-ভিলেজ হিসেবে পৃথিবীকে মানব সভ্যতার কাছে উপস্থাপনের সুযোগ করে দিয়েছে। 

Q5. What are the demerits of it?

ইন্টারনেট এর সবচেয়ে বড় অসুবিধা হল এর প্রতি অভ্যস্থতা বা আসক্তি। প্রায় সকল ধরনের তথ্য এই ইন্টারনেটে উপলব্ধ হবার কারণে ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশংকা এবং বিশেষ করে শিশু কিশোরদের মাঝে সহিংস এবং বয়স অনুপযোগী কন্টেন্ট এর সান্নিধ্যে এসে পরার মাধ্যমে তাদের মাঝে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভবনা থেকে যায়।  

Internet

The Internet is one of the groundbreaking and most significant science innovations in recent human history. It is a global networking system that connects computers, mobile phones, and other machines. Every day, billions of individuals from all around the world utilize it.

The Internet is nothing more than a complex network of several servers where data like photographs, photos, and movies, among other things, can be stored.  And found by any computer-like device on demand. The Internet is used for a variety of purposes in our daily lives. The internet has made the most outstanding contribution to information technology.

The Internet has transformed the world into a truly global village, bringing the world of information closer to us. It allows us to travel virtually, pay bills, and buy without leaving our homes. We can read newspapers, search for anything, play games, and even arrange vacations. We can now quickly download any music or movies of our choice. Interact with people from any country via mobile and computer-based applications such as IMO, Whatsapp, Viber, etc. There are websites, such as Facebook and Twitter, also named social media, where we may contact our family and friends or others and share images and videos with them. We can transfer and communicate with each other anything we want in no time.

Electronic mail, commonly known as E-mail, is one of the most valuable things. We can send any document faster than conventional postal service or even air mail. We use Google to find any information, photographs, videos, and almost any information we want. There is nearly everything available on the Internet we need for our academy or work purposes.

The Internet has certain drawbacks as well. Internet addiction has been a horrible habit, especially among the youth. For instance, violent and adult-content-related websites are not appropriate for youngsters. The dissemination of misinformation is one of the riskiest things possible and happens on the Internet. 

To summarize, the Internet has more positive aspects than negative ones.

Despite a few drawbacks, we cannot imagine life without the Internet. The Internet has become extremely important in today's environment.

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.