National Flag - Paragraph for HSC & SSC

  (5/5, 1 vote)

National flag বা জাতীয় পতাকা একটি স্বাধীন দেশের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যা দেশ ভেদে আকার, রং এবং ধরণ ভেদে আলাদা হয়ে থাকে। আমাদের দেশের মতো অধিকাংশ দেশের পতাকা আয়তাকার হলেও বর্গাকার (সুইজারল্যান্ড), অ-চতুর্ভূজ (নেপাল) আকৃতিরও হয়ে থাকে। একই ভাবে একটি দেশের পতাকার রং, সেই দেশ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অর্থ বহণ করে।

Our National Flag অথবা আমাদের জাতীয় পতাকা নিয়ে paragraph লিখার জন্য আমরা কয়েকটি ছোট প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে এ সংক্রান্ত paragraph টি লেখার জন্য যাবতীয় তথ্য জোগাড় করে সেগুলোকে সাজিয়ে সুন্দর একটি প্যারাগ্রাফ তৈরি করতে পারবো।

শিক্ষার্থীদের সুবিধার্থে নিন্মোক্ত প্রশ্নগুলোর উত্তর বাংলায় দেয়া হল।

Q1. What is a national flag?

A national flag is considered a nation’s symbol on the global stage. (একটি জাতীয় পতাকা, বৈশ্বিক প্রেক্ষাপটে সেই জাতির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে।)

Q2. What does it represent? 

A national flag represents the sovereignty and independence of an independent country. (একটি জাতীয় পতাকা একটি স্বাধীন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব করে।)

Q3. What is the shape, ratio, and color of our national flag? 

our national flag is rectangular in shape, with a 10:6 or 5:3 proportion and it has two colors: green and red.

(আমাদের জাতীয় পতাকা আয়তক্ষেত্রাকার, যার অনুপাত ১০ঃ৬ বা ৫ঃ৩, এবং যার দুটি রং রয়েছে: সবুজ এবং লাল।)

Q4. What do those colors mean?

Our national flag's green color represents the nation's eternal youth, strength, and freshness and also represents the lush vegetation of our motherland. 

The red color of the flag represents the rising sun of independence and also represents the ultimate sacrifice of our brave freedom fighters who gave their lives for the sake of their homeland. (আমাদের জাতীয় পতাকার সবুজ রঙ জাতির চির তারুণ্য, শক্তি এবং সতেজতার প্রতিনিধিত্ব করে এবং এটি আমাদের মাতৃভূমির সবুজ গাছপালাকেও প্রতিনিধিত্ব করে। পতাকার লাল রঙ স্বাধীনতার উদীয়মান সূর্যের প্রতিনিধিত্ব করে এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত আত্মত্যাগের প্রতিনিধিত্ব করে যারা তাদের স্বদেশের জন্য জীবন দিয়েছেন।)

Q5. Where does our national flag hoist on a regular basis?

Our national flag is hoisted atop government buildings and educational institutions each day. (আমাদের জাতীয় পতাকা প্রতিদিন সরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করা হয়।)

Q6. How do we feel about our national flag?

Our minds are filled with excitement and our emotions are filled with pride whenever we see our national flag-waving and we feel very proud of our national flag. (যখনই আমরা আমাদের জাতীয় পতাকা উড্ডয়মান দেখি তখনই আমরা আবেগ ত্বাড়িত হই এবং গর্ব বোধ করি।

Our National Flag

A nation's symbol is its national flag. It represents the sovereignty and independence of an independent country. Each independent nation has its own national flag. We have our own national flag as an independent country.

Bangladesh's national flag is rectangular in shape, with a 10:6 or 5:3 proportion. Our flag has two colors: green and red. Our flag's green color represents the nation's eternal youth, strength, and freshness. It also represents Bangladesh's lush vegetation. The color red represents the rising sun of independence. It represents the ultimate sacrifice of our brave freedom fighters who gave their lives for the sake of their homeland.

Every day, the flag is hoisted atop government buildings and educational institutions.

Our minds are filled with excitement and our emotions are filled with pride whenever we see our national flag-waving. We are really proud of our national flag.

Our national flag is a source of pride and glory for us. We won't be able to live with dignity and honor if we do not uphold the dignity of our country. Every person of our nation should swear an oath to uphold the dignity of our national flag, even if it means sacrificing our lives. May God provide us with such ability.

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.