Traffic Jam - Paragraph

  (5/5, 14 votes)

Traffic jam বা ট্রাফিক/যানজট আমাদের দেশের অধিকাংশ শহরের চিরচেনা ভোগান্তির নাম। বিশেষত বড় শহরে এই সমস্যা আরো বেশি প্রকট। রাস্তার ধারণক্ষমতার তুলনায় অত্যাধিক পরিমাণে যান, ট্রাফিক আইনের যথাযথ ব্যবহার এবং প্রয়োগে জনমনে শ্রদ্ধাশীল না হওয়া, অপ্রতুল সড়ক, ইত্যাদি নানা কারণে এই সমস্যাটি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রকট হয়ে যায়।

Traffic Jam বিষয়ে আমরা নিন্মোক্ত কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তরের মাধ্যমে সম্পূর্ণ Paragraph টি তৈরি করতে পারবো। উত্তরগুলোকে সুন্দর করে গুছিয়ে লিখলেই পুরো প্যারাগ্রাফটি লিখা হয়ে যাবে।

 

শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে প্রশ্নের উত্তরগুলো বাংলায় লিখে দেয়া হল।   

Q1. What is a traffic jam? (ট্রাফিক জ্যাম কি?)

রাস্তায় যখন যানবাহনের দীর্ঘ সারি আটকে থাকে বা যানবাহন খুবই ধীর গতিতে চলে তখন তাকে ট্রাফিক জ্যাম বলা হয়।

 

Q2. Why and how does this jam occur? (এই জ্যাম কেন এবং কিভাবে ঘটে?)

একই সড়কে বিভিন্ন গতির যান চলাচল, ট্রাফিক আইন এর প্রতি শ্রদ্ধাশীল না হওয়া, নিয়ম-কানুন মেনে না চলার ফলে অধিকাংশ সময়ই শহরের রাস্তায় ট্রাফিক জ্যাম বাঁধে। এছাড়াও জলাবদ্ধতা, ছোট খাটো দূর্ঘটনা, রাস্তার ধারণক্ষমতার চেয়ে অধিকতর যানবাহন, রাস্তার ক্রসসেকশন ইত্যাদির জন্যও এই ঘটনাটি ক্রমাগত ঘটে চলছে।  

 

Q3. What are the prominent reasons responsible for this? (এর জন্য দায়ী মূল কারণগুলো কী?)

রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়মকানুন সম্পর্কে অসচেতনতা, ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে উদাসীনতা, একই সড়কে বিভিন্ন গতির যান চলাচল,ইত্যাদি।

 

Q4. Impact of this on the life of the people? (জনজীবনে এর প্রভাব কী?)

অফিস, স্কুল সহ যেকোন গন্তব্যে সময় মতো না পৌঁছতে পারা, অসুস্থ ব্যক্তিকে বহনকারী এ্যাম্বুলেন্স যথাসময়ে চিকিৎসা কেন্দ্রে যেতে পারে না। সার্বিকভাবে ট্রাফিক জ্যামের ফলে জনভোগান্তি ঘটে প্রতিনিয়ত।

 

Q5. Has the scenario changed? And how? (পরিস্থিতির কী কোন পরিবর্তন এসেছে? এবং কী করে?)

বর্তমানে এই সমস্যা অনেকাংশেই কমতে শুরু করেছে, বিশেষত অভারপাস, ফ্লাইওভার, ফুটভারব্রিজ, ইউ-টার্নের আধুনিক ব্যবস্থা ইত্যাদি শহরের মাঝে জ্যাম কমাতে অবদান রাখছে।

 

Q6. What needs to be done to sort this problem out? (এই সমস্যার সমাধানের জন্য কী কী করা প্রয়োজন?)

সর্বোপরি, যান চালনায় সচেতনতা, ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং এসব বিষয়ে সরকার এবং কর্তৃপক্ষের সার্বিক নজরদারি এবং আইন বা নিয়মের অমান্য করা হলে কঠোর পদক্ষেপ গ্রহনের মাধ্যমে এই সমস্যার সুরাহা করা সম্ভব।

 

Traffic Jam

When there is a long queue of vehicles stuck on the road or vehicles moves at a very slow pace, is referred to as a traffic jam. It has become a typical image of roads and streets, especially of the cross-sections in the country's major cities and towns. It can be caused by some reasons. Firstly, most of the drivers are unaware of the norms and regulations of the road, yet many more are also unlikely to follow the traffic laws. Then, vehicles with varying speeds moving on the same road can also help to create major traffic congestion. High-speed automobiles are frequently obstructed by low-speed ones on the road. In some cases, reckless and irresponsible driving can cause minor accidents which also contribute to traffic congestion. Furthermore, city streets don’t have enough space and roadways to accommodate the growing number of private vehicles. Moreover, during the rainy season, there is a significant traffic jam due to water clogging. Traffic congestion can have severe outcomes. Office workers frequently fail to arrive at their workplaces on time, while students frequently fail to attend their classes timely. As a result, people of all socioeconomic backgrounds suffer greatly. The most painful effect of this congestion is that ambulances transporting critically ill patients are unable to reach hospitals on time. Patients may even die in such situations without even getting the chance to be treated by doctors. But these scenarios are changing with the help of the newly made overpasses, flyovers, footover bridges, advanced U-turn systems; although congestion on the cross-sections of the roads still needed to be fixed. There should be more programs to make drivers aware of such issues. Roads and streets must be widened to increase road capacity as well as safety. So that vehicles can move easily and safely. Most importantly, it is needed to ensure by the authorities that traffic rules are respected and maintained by all.  

 

Traffic Jam Vocabulary:

Queue - সারি; Vehicles  - যানবাহন; Referred  - উল্লেখিত; Norms - নিয়ম; Unaware - অসচেতন; Congestion - যানজট; Automobiles - মোটরগাড়ি; Significant - উল্লেখযোগ্য; Water clogging -জল জমাট বাঁধা/ জলাবদ্ধতা; Socioeconomic - আর্থ-সামাজিক; Critically ill patients - গুরুতর অসুস্থ রোগী;

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.