Imperative Sentence কাকে বলে? Imperative Sentence এর গঠন ও ব্যবহার
Imperative Sentence কাকে বলে?
যে বাক্যের সাহায্যে আদেশ, অনুরোধ, নির্দেশনা, নিষেধ কিংবা উপদেশ প্রকাশ করা হয়, তাকে Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। এ ধরনের বাক্যের সাহায্যে কাউকে কিছু বলা হলে, সেক্ষেত্রে একধরনের সরাসরি নির্দেশনা প্রকাশিত হয় বলে Imperative sentence কে directives বলা হয়ে থাকে। এসব বাক্যের শেষে full stop (.) বা exclamation mark (!) বসে
Imperative Sentence এর গঠনঃ
এধরনের বাক্যে সাধারনত subject উল্লেখিত থাকে না, উহ্য থাকে।
Subject (invisible) + verb + object
Example: Sit here.
আবার, অনেকক্ষেত্রেই শুধুমাত্র verb এর সাহায্যেই বাক্য গঠন হতে পারে।
Example: Stop!
Imperative Sentence এর ব্যবহার:
প্রতিদিনের কথা, বক্তব্যে বা লেখায় আমরা নানা ভাবে অনুজ্ঞাসূচক বাক্য বা directives ব্যবহার করে থাকি। তবে সবচেয়ে বেশি যেভাবে ব্যবহৃত হয়, তা হলঃ
- A request: Please, give him a pencil.
- A command: Sit down.
- An instruction: Do not throw the battery in the trash.
- An invitation: Come by at 7 p.m, please.
- An order: Do it quickly.
- Advice: Never tell a lie.
অনুজ্ঞাসূচক বাক্য সাধারণত, ইতিবাচক এবং নেতিবাচক ২ ভাবেই ব্যবহৃত হতে পারে এবং বর্তমান- ভবিষ্যত উভয় সময়কেই নির্দেশ করতে পারে । Verb যদি affirmative হয়, তবে বাক্যটি ইতিবাচক হবে; আর verb যদি Negative হয় তবে অনুজ্ঞাসূচক বাক্যটি হবে নেতিবাচক।
- Positive: Children, now wash your hands!
- Negative: Don’t forget to do your homework.
যদিও অনুজ্ঞাসূচক বাক্যের সাহায্যে সাহায্যে নির্দেশ, আদেশ, উপদেশ দেয়া হয়, তবে বাক্যে ‘do’, ‘just’ কিংবা ‘please’ যোগ করার মাধ্যমে বাক্যগুলোকে বিনয়ী এবং নমনীয়ভাবে প্রকাশ করা যায়।
- Please, write down the details.
- Complete this task, please.
Tag question কিংবা বাক্যে exclamation mark (!) ব্যবহারের মাধ্যমে এধরনের বাক্যকে emphasis করা যায়।
- Tag question: Turn off the fan, would you, please?
- Exclamative: Someone, call a doctor!
এভাবে খুব সহজেই বাক্যের বক্তব্যকে জোরদার করা যেতে পারে, যা কথপোকথন, বক্তব্য, আলাপচারিতা কিংবা লেখায় সরাসরি পরিবর্তন করে, প্রয়োজন মাফিক পরিমার্জন করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
Grammar
Read More
- হিসাব বিজ্ঞান কাকে বলে?
- প্রযুক্তি বলতে কি বুজায়? প্রযুক্তির গুরুত্ব
- Rag Day অর্থ কি? Rag Day এর ইতিহাস, গুরুত্ব ও বর্তমান চিত্র
- গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের মূলস্তম্ভ
- সাব ডিভিশন মানে কি? সাব-ডিভিশন উদ্দেশ্য
- ক্রেডিট মানে কি? ডেবিট-ক্রেডিট নির্নয়ের সূত্র
- Gig Worker কাকে বলে? কীভাবে Gig Worker হিসাবে কাজ পাওয়া যায়?
- স্নাতক এর অর্থ কি?
- C/O বা Care of এর অর্থ কি? এর ব্যবহার এবং প্রয়োজনীয়তা
- অর্থসহ প্রবাদ বাক্য - বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সংগ্রহ