Complex Sentence কাকে বলে?

  (5/5, 13 votes)

যে sentence এ একটি Independent বা principal clause এবং অন্তত একটি dependent বা subordinate clause থাকে এবং clause গুলোকে সংযুক্ত করতে subordinate conjunction ব্যবহৃত হয়, তাদেরকে Complex sentence বা জটিল বাক্য বলা হয়।

Example:

  • Remove the cake from the oven when it turns brown.
    Independent clause                        Dependent clause

 

Complex Sentence এর গঠন

জটিল বাক্যে ২টি পৃথক clause বা খন্ডবাক্য, পরস্পরের সঙ্গে subordinate conjunction (although, because, before, even though, if, since, until, when ইত্যাদি ) এর মাধ্যমে যুক্ত হয়। 

উপরের উদাহরণটিতে when, subordinate conjunction হিসেবে clause দুটিকে সংযুক্ত করেছে।

সঠিকভাবে যথাযথ subordinate conjunction এর মাধ্যমে ২টি বাক্যাংশকে যুক্ত করার ক্ষেত্রে যে বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন সেটি হল, যথাযথভাবে কমা (,) ব্যবহার করা। কোথায় কমা বসবে তা মূলত নির্ভর করে Independent clause এর অবস্থানের উপর।

বাক্যের শুরুতে Independent clause থাকলে কমা ব্যবহারের প্রয়োজন পড়ে না। বাক্যের শেষের অংশে Independent clause থাকলে, সেই clause টির আগে কমা (,) বসে।

Example:

  • Where was the security force when the goons attacked the village?
    (Independent clause)  +    (subordinate conj.)  +   (Dependent clause)
  • When the goons attacked the village, where was the security force?
    (Subordinate conj.) + (Dependent clause) + (comma) + (Independent clause)

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.