A Rainy Day - Paragraph for HSC & SSC

  (5/5, 12 votes)

একটি বৃষ্টিস্নাত দিন বা A rainy day এমন একটি দিন , যখন সারা দিন ধরে বৃষ্টি হয় । বাংলাদেশে সাধারণত বর্ষাকালে এমন দিনের দেখা পাওয়া যায় । সারাদিন ধরে বৃষ্টির ফলে মানুষ সচরাচরই যাতায়াতে ভোগান্তির শিকার হয়ে থাকে । বৃষ্টিস্নাত দিনগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকার ফলে সূর্যের দেখা মেলে না, যার ফলে দিনগুলো স্বাভাবিকভাবেই একটু অন্ধকারচ্ছন্ন হয়ে থাকে । অবিরত বৃষ্টির কারণে অধিকাংশ মানুষ একপ্রকার গৃহবন্দী দিন পার করে যা মানব মনে একধরনের বিষণ্ণতা এবং নিরসতার উদ্রেগ তৈরি করে থাকে । মানুষের আর্থ-সামাজিক অবস্থানের পার্থক্যের ফলে একটি বৃষ্টিস্নাত দিনের অনুভূতির ক্ষেত্রেও অনেকাংশেই একপ্রকার তারতম্য দেখা দেয় ।

A rainy day  নিয়ে paragraph লেখার জন্য, নিচে উল্লেখ করা কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর গুছিয়ে লিখলেই প্যারাগ্রাফটির কাঠামো দাড়িয়ে যাবে । যার সঙ্গে আনুসঙ্গিক আরো কিছু তথ্য উপস্থাপন করা হলে paragraph টি পূর্নাঙ্গ হিসেবে তৈরি হয়ে যাবে ।

 

শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরগুলো বাংলায় দেয়া হল:

Q1. What is a rainy day?

সারাদিন ধরে বৃষ্টি হলে সেই দিনটিকে A rainy day  বা একটি বৃষ্টিস্নাত দিন বলা হয়ে থাকে।  

Q2. How is the weather remains on such a day?

আকাশে ভারী মেঘ থাকে, যার ফলে সূর্যের কিরণ থাকে না, যার ফলে এমন দিনগুলো সাধারণত তমসাচ্ছন্ন বা gloomy হয়ে থাকে।

Q3. How does such a day affect the daily life of the people?

এমন দিনে প্রায় সকল শ্রেণীর মানুষের দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন ঘটে।

Q4. How do people usually feel on a day like this?

সারাদিন ঘরে থাকার ফলে এমন দিনে মানুষের মাঝে এক ধরনের বিষণ্ণতা এবং নিস্তেজ বোধ কাজ করে।   

Q5. How do people experience a rainy day?

এমন একটি দিন কে, কীভাবে এবং কেমন অনুভব করে সেটির মাঝে অনেকাংশেই মানুষের আর্থ সামাজিক অবস্থান একধরনের পার্থক্য তৈরি করে দেয়। তবে সকল শ্রেণী পেশার মানুষই এমন একটি বৃষ্টিস্নাত দিনে কম-বেশি ভোগান্তির শিকার হয়ে থাকেন। 

A Rainy Day 

A rainy day is when it rains continues throughout the day. During the rainy season, it is a common occurrence in Bangladesh. The sky is overcast with thick black clouds on days like this, and the sun stays hidden behind them. It has been raining nonstop all day. Water frequently accumulates on the roads, causing them to become muddy and slippery. Anyone venturing out on such a rainy day risks slipping and falling on the muddy road. Passers-by are frequently seen walking with umbrellas over their heads, shoes in hand, and clothing folded up. It is a day of unimaginable suffering to the workers and day laborers. They can't go out for work due to excessive rain. As a result, they frequently go hungry. On such a rainy day, students also suffer greatly. They are unable to attend their designated institution. Some of them get wet in rainwater on their way to school or college. Being confined in one's home makes people feel gloomy and dull. Children are also unable to play in the field because it is submerged. On a rainy day, the cattle suffer as they remain in their sheds without food. A rainy day is not a pleasant day for everyone. The socio-economical class barrier of citizens can be seen vividly on such a day. That is why the experience of a rainy day may vary.

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.