সময়, দিন, তারিখের এর ক্ষেত্রে Preposition এর ব্যবহার

  (5/5, 19 votes)

সময়, দিন, তারিখের ক্ষেত্রে Preposition এর ব্যবহার অনেকের কাছেই বিভ্রান্তিকর মনে হয়ে থাকে। কোন ক্ষেত্রে কোন Preposition ব্যবহার হবে সেই বিভ্রান্তি দূর করতে; বহুল ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ কিছু Preposition এবং প্রসঙ্গ অনুসারে তাদের ব্যবহার নিয়ে এই সংক্ষিপ্ত প্রবন্ধে আলোচনা করা হল।   

"In"

নির্দিষ্ট মাস, বছর, ঋতু, সময়ের ক্ষেত্রে preposition হিসেবে ‘In’ ব্যবহৃত হয়ে থাকে।

  • She was born in 1990.
  • He was born in January.
  • Her great-grandfather was born in the 1920s.
  • He likes to go skiing in winter.

নিকট ভবিষ্যতের নির্দিষ্ট কোন সময়ের উল্লেখ করা হলে সেক্ষেত্রে ‘In’ ব্যবহৃত হয়।

  • My uncle will be on vacation in a few weeks.
  • I am going to meet my best friend in a couple of days.

যথাসময়ে কিংবা কোন কাজের জন্য পর্যাপ্ত সময় আছে এমন বোঝাতে ‘In time’ ব্যবহৃত হয়।

  • We arrived in time for the movie.
  • Tamim finished the report in time for the conference.

“At”

নির্দিষ্ট সময়কে উল্লেখ করা হলে ‘At’ ব্যবহৃত হয়।

  • The movie starts at seven o’clock.
  • She goes to bed at 11:30.
  • My last class ends at three p.m.

বছরের নির্দিষ্ট কোন বিশেষ সময় বা উৎসবকে বোঝানো হলে ‘At’ ব্যবহৃত হয়।

  • I love the atmosphere at Cherry Blossom time.
  • People tend to become more helpful at the start of Spring.

"In or At"

Morning, Afternoon, Evening এর পূর্বে ‘In’ বসে। Night এর পূর্বে ‘At’ বসে।

  • She usually does her yoga in the morning.
  • Don't you like to go out at night?
  • We used to play football in the afternoon.
  • He started doing his homework in the evening.

“On”

সপ্তাহের নির্দিষ্ট কোন দিনকে বোঝানো হলে preposition হিসেবে ‘On’ বসে।

  • On Friday, I am coming to your place.
  • On Sunday, He gets his hair done.

ক্যালেন্ডারের নির্দিষ্ট কোন দিনের উল্লেখ হলে তার আগে ‘On’ বসে।

  • On Eid day, we go to Eidgaah for taking our eid-namaz.
  • On December 10th, He is going to buy a new phone.
  • On Christmas Day, they go to church. 

প্রত্যাশিত সময়ের মাঝে কোন কাজ করা বা কোথাও পৌছানো বোঝাতে “On Time” ব্যবহৃত হয়।

  • Make sure you come to the office on time tomorrow.
  • He managed to finish the report on time.

“By”

নির্দিষ্ট কোন সময়ের মধ্যে কোন কাজ করা বোঝানো হলে সময়ের পূর্বে ‘By’ বসে।

  • He will finish the task by six o’clock.
  • The Governor will have made his decision by the end of next week.

“Before / After”

নির্দিষ্ট সময়, দিন, তারিখ, সালের আগে বা পরে হয়েছে বা হবে এমন কিছু বোঝাতে নির্দিষ্ট সময়, দিন, তারিখ ইত্যাদির পূর্বে “Before”/ “After” ব্যবহৃত হয়ে থাকে।

  • I’ll call you after class.
  • His father bought that house before 1998.
  • We’ll meet after September.

"Since / For"

সময়ের ব্যাপ্তি বোঝাতে "since" এবং "for" ব্যবহৃত হয়। নির্দিষ্ট দিন, তারিখ থেকে শুরু হওয়া ব্যাপ্তি বোঝানো হলে since হয়। ব্যাপিত সময়ের দৈর্ঘ্য বোঝাতে For বসে।

  • We have been living in Dhaka since 2000.
  • She has been working for three hours.
  • He has wanted to buy that car since last December.
  • We have worked for the last 6 months to save up the money.

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.