Comma বা কমা ব্যবহারের নিয়ম

  (5/5, 10 votes)

বিরামচিহ্ন বা যতিচিহ্নের মাঝে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে কমা (,) । কমা’র ব্যবহার ছাড়া একটা সহজবোধ্য লেখা সম্পন্ন করা প্রায় দূরহ একটি ব্যাপার। এজন্য লেখার ক্ষেত্রে কমার যথাযথ ব্যবহারের পাশাপাশি লেখাকে পাঠকের জন্য সহজবোধ্য করে লেখার জন্য কমা ব্যবহারের সঠিক নিয়মাবলী জানার বিকল্প নেই।

কোথায় কমা বসবে, কোথায় কমা ব্যবহার করা যাবে না, এসব ব্যাপারগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে নিচে এই নিয়মাবলীগুলো উল্লেখ করা হল।

To Separate Independent Clauses

Simple Sentence লেখার ক্ষেত্রে একটি মাত্র Independent Clause ব্যবহৃত হয় বলে বাক্যে কমা বসে না।

  • Murad loves cars.
  • The dog barked at him.

তবে, Coordinating Conjunctions (for, and, nor, but, or, yet, so) এর সাহায্যে অন্য আরেকটি Independent Clause সংযুক্ত হলে Clause দুটির মাঝে কমা বসে। 

  • Murad loves cars, so he’s going to buy one.
  • The dog barked at him, but he kept walking.

After the Introductory Phrases or Clauses 

Independent Clause এর আগে অন্যান্য Clause বা Phrase বসলে, অর্থাৎ বাক্য Dependent Clause দিয়ে শুরু হলে Clause দুটির মাঝে কমা বসে।

  • Because Murad loves cars, he’s going to buy one.
  • Even though the dog barked at him, He kept walking.

বাক্য শুরুর অংশে Prepositional phrase, Participle phrase, Infinitive phrase ব্যবহৃত হলে,  এর পরে কমা হয় এবং Independent Clause এর সাথে যুক্ত হয়। 

  • Like everyone in his family, Murad loves cars. (prepositional phrase)
  • Having nothing else to do, his sister shopped all day. (participial phrase)
  • To scare him away, the dog barked at him. (infinitive phrase)

বাক্যের শেষ অংশে Prepositional phrase, Participle phrase, Infinitive phrase থাকলে কমা’র প্রয়োজন হয় না।

Example: “The dog barked at him to scare him away.”

After Introductory Adverbs and Mild Interjections 

Anyway, Nevertheless, However এর মতো Conjunctive Adverb এর পর কমা বসে। Yes, No দিয়ে বাক্য শুরু হলেও কমা বসে।

  • Anyway, Murad loves cars.
  • Nevertheless, his sister shopped all day.
  • Yes, the dog barked at him.

Yeah, Wow, Uh Oh এর মতো কিছু কিছু Mild Interjection এর পরে কমা বসে, তবে অন্যান্য Strong Interjection এর ক্ষেত্রে Exclamation point বা  বিস্ময়বোধক চিহ্ন বসে।

  • Yeah, I love cars.
  • Wow, She shopped all day. 

Don’t Use Commas instead of Conjunctions

দুটি বাক্যের মাঝে Conjunctions ব্যবহারের পরিবর্তে শুধুমাত্র কমা ব্যবহার করা যায় না। এটি একটি Common Grammatical Error.

  • Murad loves cars, he wants to buy one. (Correct: Murad loves cars, so he wants to buy one.)
  • His sisters shopped all day, they're so tired. (Correct: Because His sisters shopped all day, they're so tired.)
  • The dog barked at him, He kept walking. (Correct: The dog barked at him, but he kept walking.

বাক্য দুটিকে যথাযথ conjunction ব্যবহার করে যুক্ত করে এবং বাক্যদ্বয়ের মাঝে কমা ব্যবহারের মাধ্যমে এই ত্রুটিকে সহজেই দূর করা যায়। 

To Highlight Non-defining Clauses 

Non-defining clauses, বাক্যে Noun এর সঙ্গে আরো নতুন কোন তথ্য যোগ করে তবে এটি বাক্যে অপরিহার্য কোন অংশ নয়। কমার সাহায্যে বাক্যের অন্যান্য অংশের থেকে Non-defining relative clause কে পৃথক করা যায়।

  • Murad, who goes to school with my cousin, loves cars.
  • His sisters, whom he told to study, shopped all day.
  • The dog, which looked like a Golden Retriever, barked at him. 

Don’t Use it within Clauses and Phrases 

একটি Clause, Phrase কে অন্য আরেকটি  Clause বা Phrase থেকে পৃথক করতে কমা ব্যবহৃত হয়। তবে একটিমাত্র Clause কিংবা Phrase এর মাঝে কমা বসেনা । 

  • Murad, loves dogs. (Correct: Murad loves dogs.)
  • Kate, and Maria, shopped all day. (Correct: Kate and Maria shopped all day.)
  • The dog barked at, Andy and me. (Correct: The dog barked at Andy and me.) 

To Separate Items in a Series

লেখার ক্ষেত্রে Noun, Verb কিংবা যেকোন ধরনের Parts of speech এর সাহায্যে কোন তালিকা তৈরির ক্ষেত্রে, সেগুলোকে পৃথক করতে কমা ব্যবহৃত হয়। একইভাবে Clause, Phrase দিয়ে তৈরি করা তালিকার ক্ষেত্রেও কমা বসে।   

  • Murad loves cars, planes, trains, and boats.
  • His sisters shopped, went to the movies, and had lunch.
  • The dog barked at Andy, Mike, Melissa, Tina, and me. 

এধরনের তালিকা পৃথক করার জন্য ব্যবহৃত কমার সর্বশেষের কমা Oxford or Serial Comma নামে পরিচিত। 

To Separate Coordinate Adjective

একাধিক Adjective যদি একই Noun কে বর্ণনা করে, তবে সেই সব Coordinate Adjective দের পৃথক করার জন্য কমা ব্যবহৃত হয়। 

  • Mijan loves fast, expensive
  • My beautiful, funny Cousins shopped all day.
  • The big, scary dog barked at Him. 

When Quoting Someone 

বাক্যের শুরুতে কারো উক্তি বা বক্তব্যকে Quote করা হলে, Quote করা বাক্যটির শেষে কমা বসে এবং Inverted Comma এর ভেতরে লিখতে হয়। 

  • “I love cars,” said Maruf.
  • “We played all day,” explained my Cousins.
  • “Stop barking,” He said to the dog.

আবার, যদি Quote করা অংশ বাক্যের পরের অংশে উল্লেখ করা হয়, তবে এক্ষেত্রে Quote করা বাক্যটিকে Inverted Comma এর ভেতরে লিখতে হয়। Inverted Comma’র আগে প্রথম অংশের শেষে কমা বসে।  

  • Maruf said, “I love cars.”
  • I asked my Cousins, “Did you play all day?”
  • I said to the dog, “stop barking.”

To Address Someone Directly 

কারো সাথে সরাসরি কথা বলাকে লিখিত অবস্থায় প্রকাশের ক্ষেত্রে বক্তব্যকে নির্দিষ্টভাবে উল্লেখ করতে কমা ব্যবহৃত হয়ে থাকে। যার উদ্দেশ্যে কথা বলা হচ্ছে তাকে পৃথক করতে কমা ব্যবহার করা হয়ে থাকে। 

  • I know you love cars, Maruf, but this one is too expensive.
  • Karim and Moktar, you both spend too much time playing.
  • Stop barking, Spike !

When Indicating Negation 

বাক্যের মাঝে নেতিবাচক কোন তথ্যের উল্লেখ করে তুলনা করা হলে, সেক্ষেত্রে নেতিবাচক তথ্যের আগে কমা ব্যবহৃত হয়।   

  • Murad loves cars, not trucks.
  • His Cousins spent all day playing, not studying.
  • The dog, not the cat, barked at him.

To Separate Cities and States 

কোন বাক্যে ঠিকানা লিখার ক্ষেত্রে একাধিক শহর, স্টেট বা রাজ্য উল্লখ করা হলে, সেসসব শহর, রাজ্যের নামের মাঝে কমা বসে। 

  • Lisbon, Portugal
  • Savar, Dhaka
  • Berlin, Germany

For Dates 

তারিখ উল্লেখ করার ক্ষেত্রে মাসের তারিখ এবং সালের মাঝে কমা বসে। আমেরিকান পদ্ধতিতে, Month/Day/Year অনুযায়ী তারিখের উল্লেখ করার ক্ষেত্রে, 

  • May 13, 2009
  • June 23, 1757 

আবার, বাক্যের মাঝে সময়ের উল্লেখ করার ক্ষেত্রে দিন, তারিখ, সালের পর কমা বসে। 

  • On Friday, March 23, 2019, he turned 12 years old.
  • On June 23, 1757, the Battle of Plassey began between the Bengali Nawab and the British East India Company. 

আমেরিকান পদ্ধতির তুলনায় ইউরোপিয়ান নিয়ম অনুযায়ী সময়ের উল্লেখ করার পদ্ধতিটি আলাদা। এক্ষেত্রে day/month/year অনুযায়ী সময় উল্লেখ করা হয়। এক্ষেত্রেও দিন, মাস, সালের পর কমা বসে। 

For Numbers over 999

বড় সংখ্যা লেখার ক্ষেত্রে কমা ব্যবহৃত হয়। ডান পাশ থেকে প্রতি ৩টি সংখ্যার পর কমা বসে। 

  • 1,000
  • 43,500,478
  • 475,570,650,000

Number বা সংখ্যা প্রকাশের ক্ষেত্রে কমার ব্যবহার লেখার পঠনযোগ্যতা বৃদ্ধি করে। পাঠকরা খুব সহজেই কমার মাধ্যমে লেখা সেই সংখ্যাকে বুঝতে পারে। 

In Letter Salutation and Closing

চিঠি কিংবা ইমেইল লেখার ক্ষেত্রে অভিবাদন সম্বোধনের ক্ষেত্রে কমা ব্যবহৃত হয়।

  • Dear Aunt Natalia,
  • My Darling Marla,
  • Hi Edward, 

আবার, চিঠি বা ইমেইলের শেষে সম্বোধনের ক্ষেত্রে কমা ব্যবহৃত হয়।  বিজনেস লেটার বা আনুষ্ঠানিক কোন চিঠি বা ইমেইল লেখার ক্ষেত্রে কমা (,), কোলন(:) দ্বারা প্রতিস্থাপিত হয়।

  • Sincerely,
  • All my love,
  • With deepest gratitude, 

অনানুষ্ঠানিকভাবে লেখা কোন পত্র, ইমেইল এর ক্ষেত্রে কমা(,) বিস্ময়বোধক(!) চিহ্ন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। “Thanks a bunch !” অথবা “Can’t wait to see you !” যা অবশ্যই পত্র কিংবা ইমেইলের প্রেরক এবং প্রাপকের  সম্পর্কের উপর নির্ভরশীল।  

যতিচিহ্ন কমা(,) ব্যবহারের নিয়মাবলী বোধগম্য হলে, আরো সুন্দর, পরিপাটি, এবং গোছালো লেখা সম্পন্ন করা সম্ভব হবে। একইসাথে তুলনামূলক জটিল লেখা সহজেই পড়ে বোঝা সম্ভব হবে। এই ব্যবহার পদ্ধতির সঙ্গে ব্যাকরণ এর নিয়মাবলী জানা থাকলে সার্বিকভাবে ইংরেজি ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পাবে। 

 

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.