A Winter Morning - Paragraph for SSC & HSC

  (5/5, 5 votes)

বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এদেশ নাতিশীতোষ্ণ জলবায়ুর অঞ্চল। শীতের তীব্রতা অন্যান্য শীত প্রধান দেশের মতো না হলেও এ অঞ্চলে বসবাসরত মানুষের কাছে শীত; আমেজ এবং ভোগান্তি দুরূপেই ধরা দেয়। 

A winter morning বা শীতের সকাল সাধারণত কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা হয়ে থাকে, প্রকৃতি তার রং হারিয়ে বিষন্ন হয়ে থাকে। তবে সকালের কুয়াশা ঘাসে, গাছের পাতায় বা ফুলের উপর মুক্তোর মতো সুন্দর হয়ে উঠে সুর্যের কিরণে। শীতের সকালে পিঠা, খেজুরের রস ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষের জন্যই শীতের আমেজ তৈরি করে। তবে কিছু মানুষ, যাদের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র নেই বা ঘর নেই তাদের ভোগান্তির কথাও শীতের সকাল মনে করিয়ে দেয়। 

A winter morning বা শীতের সকাল নিয়ে paragraph লেখার জন্য, নিচে উল্লেখ করা কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর গুছিয়ে লিখলেই প্যারাগ্রাফটির কাঠামো দাঁড়িয়ে যাবে। যার সঙ্গে আনুসঙ্গিক আরো কিছু তথ্য উপস্থাপন করা হলে paragraph টি পূর্নাঙ্গ হিসেবে তৈরি হয়ে যাবে। শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরগুলো বাংলায় দেয়া হলঃ

Q1. How is a winter morning?

Normally it is foggy and cold on a winter morning, sometimes the fog can be dense enough to limit the range of vision. (সাধারণত শীতের সকাল কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা থাকে, কখনো কুয়াশা এতটা ঘন হতে পারে যে, দৃষ্টিসীমা সীমিত করে ফেলে।)

Q2. How the nature appears on a winter morning?

Nature appears gloomy and hazy in such a morning. (শীতের সকালে প্রকৃতি বিষণ্ণ ও ঝাপসা বা অস্পষ্ট দেখায়।)

Q3. Who suffers in such a morning?

People who live in the village and facility-deprived people living in the city streets suffer most in such morning, as they don’t have enough warm clothing to keep themself warm in such a morning. (গ্রামে বসবাসকারী এবং শহরের রাস্তায় বসবাসকারী সুবিধা-বঞ্চিত মানুষেরা গরম পোশাকের অভাবে শীতের সকালে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগেন।)

Q4. What kind of juice or foods are eaten by the people of Bangladesh on a winter morning?

Date juice and homemade cakes (also known as Pitha) are eaten by people of all ages on a winter morning in Bangladesh. (বাংলাদেশে শীতের সকালে সব বয়সের মানুষ খেজুরের রস এবং ঘরে তৈরি পিঠা খেয়ে থাকে।) 

 

A Winter Morning

In Bangladesh, there are six different seasons. Winter is the coldest of them all. As a result, winter mornings are inherently remarkably cold. It's normally a foggy morning, with thick fog all around. On such a winter morning, the fog can be so dense that nothing can be seen even from a short distance. Even the sun's beams are unable to penetrate the fog. Everything is engulfed in deep fog and bitter cold. Nature appears gloomy, and everything appears hazy. Due to the gloomy weather and harsh cold, people often wake up late and children are frequently late for school. When heading to their place of employment and performing their job, people need to start their day early in the cold weather. People living in the village and facility-deprived people living in the city streets are the ones who suffer most in such morning due to a lack of warm clothing. When the sun comes up and unveils the fog. People, particularly the elderly and children, seek comfort in the sun to cure their colds. Dewdrops that fall on grass, leaves, and flowers at midnight, sparkle like pearls in the early sun. Date juice vendors can frequently be spotted selling date juice on the corner of the streets. A sip of such a  sweet drink is quite refreshing. Eating homemade cakes (Pitha) and date juice while relaxing in the warmth of the early morning sun is such a pleasant and lovely feeling that most people would love to have, which is why most children enjoy winter mornings so much.

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.