প্রযুক্তি বলতে কি বুজায়? প্রযুক্তির গুরুত্ব
প্রযুক্তি কি
প্রযুক্তি বলতে মানুষের আবিষ্কার করা উপাদান বা উপকরণ এবং সেসব উপকরণ ব্যবহারে প্রয়োজনীয় প্রায়োগিক জ্ঞানকে বোঝানো হয়। মানুষের টিকে থাকা এবং বিকাশের ক্ষেত্রে প্রযুক্তির অবদান অন্যতম।
মানবসভ্যতার বিকাশের প্রথম দিকের প্রযুক্তি হল,
- শিকার করার অস্ত্র ও আগুনের আবিষ্কার এবং বেঁচে থাকার জন্য সেসবের ব্যবহার
যে কোন প্রযুক্তির ২টি বিশেষ বৈশিষ্ট্য থাকতে হয় -
- কোন সমস্যা বা প্রতিবন্ধকতার সমাধান করে।
- জীবনকে সহজতর করে তুলতে সক্ষম।
অর্থাৎ, প্রযুক্তি হল কোন যন্ত্র বা প্রাকৃতিক উপাদানের আবিষ্কার, সেসম্পর্কিত জ্ঞান এবং দক্ষভাবে তা ব্যবহারের সাহায্যে জীবনের নানা সমস্যা-প্রতিবন্ধকতাকে সমাধানের মাধ্যমে জীবনকে সহজতর করে তোলার সক্ষমতাকে বোঝায়।
প্রযুক্তির ক্ষেত্রসমূহ:
আধুনিক বিশ্ব প্রযুক্তিনির্ভর। আমরা আমাদের চারপাশের সবক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার দেখতে পারি। যার ফলে তৈরী হয়েছে প্রযুক্তির নানা ক্ষেত্র, যাদের সাহায্যে মানবসভ্যতা ক্রমাগত বিকশিত হচ্ছে।
- কৃষি প্রযুক্তি
- যাতায়াত প্রযুক্তি
- নির্মাণ প্রযুক্তি
- উৎপাদন প্রযুক্তি
- নৌ প্রযুক্তি
- রাসায়নিক প্রযুক্তি
- পরিবেশগত প্রযুক্তি
- জৈব প্রযুক্তি
- প্রকৌশল প্রযুক্তি
- ভৌগোলিক তথ্য ব্যবস্থা
- তথ্য প্রযুক্তি
- মাইক্রো প্রযুক্তি ও ন্যানো প্রযুক্তি
- এরোস্পেস প্রযুক্তি
প্রযুক্তির উপাদান:
যে সব উপাদান মানব জীবনের কোন সমস্যার সমাধান দিতে সক্ষম এবং যা ব্যবহারের মাধ্যমে জীবন সহজতর হয়, সেই সকল উপাদানই প্রযুক্তির উপাদান। উল্লেখ করে এদের তালিকা শেষ করা সম্ভব হবে না।
অতি প্রাচীন যুগের প্রস্তর নির্মিত ফলা , শিকারের হাতিয়ার, আগুন; কৃষিকাজের জন্য লাঙ্গল, ট্রাক্টর, সেচ যন্ত্র; যাতায়াতের ক্ষেত্রে চাকা, ইঞ্জিন, নৌকা, জাহাজ, রেল, বিমান, রকেট; চিকিৎসা ক্ষেত্রের ঔষুধ, এক্সরে, ভ্যাক্সিন; তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রেডিও, টেলিভিশন, টেলিফোন, মোবাইল, ইন্টারনেট, রাউটার, কম্পিউটার থেকে শুরু করে, পুনঃব্যবহারযোগ্য রকেট, ন্যানোটেক, কোয়ান্টাম কম্পিউটার সব কিছুই প্রযুক্তির উপাদান। প্রযুক্তির সব উপাদানই মানব সভ্যতার বিকাশে সরাসরি ভূমিকা রেখেছে এবং উৎকর্ষের দিকে পরিচালনা করতে সহায়ক ভূমিকা পালন করে চলছে।
আধুনিক প্রযুক্তির গুরুত্ব এবং সুফল:
আধুনিক প্রযুক্তির ব্যবহারের সুফল মানবসভ্যতার প্রতিটি স্তরেই ইতিবাচক প্রভাব ফেলেছে। যার প্রমান, সামাজিক, আর্থিক, যোগাযোগ থেকে শুরু করে জীবনযাত্রার সকল পরিমন্ডলেই অতীতের তুলনায় অধিকতর উৎকর্ষতা এবং বিকাশ সাধন।
নিচে সামাজিকক্ষেত্রে প্রযুক্তির কিছু গুরুত্ব ও সুফলের উল্লেখ করা হল -
- অপচয় রোধ
- সময় সাশ্রয়ী
- তথ্যের প্রাপ্যতা
- মানবসম্পদের উন্নয়ন
- দক্ষতা বৃদ্ধি
- তাৎক্ষণিক যোগাযোগ
- সহজতর জীবনযাপনের সুযোগ
Grammar
Read More
- হিসাব বিজ্ঞান কাকে বলে?
- প্রযুক্তি বলতে কি বুজায়? প্রযুক্তির গুরুত্ব
- Rag Day অর্থ কি? Rag Day এর ইতিহাস, গুরুত্ব ও বর্তমান চিত্র
- গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের মূলস্তম্ভ
- সাব ডিভিশন মানে কি? সাব-ডিভিশন উদ্দেশ্য
- ক্রেডিট মানে কি? ডেবিট-ক্রেডিট নির্নয়ের সূত্র
- Gig Worker কাকে বলে? কীভাবে Gig Worker হিসাবে কাজ পাওয়া যায়?
- স্নাতক এর অর্থ কি?
- C/O বা Care of এর অর্থ কি? এর ব্যবহার এবং প্রয়োজনীয়তা
- অর্থসহ প্রবাদ বাক্য - বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সংগ্রহ