অর্থসহ প্রবাদ বাক্য - বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সংগ্রহ

  (5/5, 13 votes)

অর্থসহ বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় প্রবাদ বাক্য

অসারের তর্জন গর্জন সার

  • গুণহীন বা ক্ষমতাহীন মানুষের আস্ফালন বা হাঁক-ডাক বেশি।

নিকটবর্তী সমার্থক প্রবাদ:  ‘খালি কলসী বাজে বেশি।’ 

কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস

  • ছোটবেলায় সঠিক শিক্ষা না দিতে পারলে, বড় হয়ে গেলে তাকে শিক্ষা দেয়া যায় না।
  • ছোট থেকেই শাসন না করলে বড় হয়ে গেলে তাকে আর শাসন করা সম্ভব হয় না। 

হাতি ঘোড়া গেল তল, মাশা বলে কত জল

  • অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিরা যে কাজ করতে ব্যর্থ হয়েছেন; সেখানে অনভিজ্ঞ, অযোগ্য ব্যক্তিদের চেষ্টা করার প্রচেষ্টা করা।
  • বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিতরা যে কোন কাজ করতে ব্যর্থ হলেন; অতি সামান্য বা ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন মানুষ তা বড়াই করে করতে চাইলে, ব্যঙ্গ করে এই প্রবাদ বাক্যটি বলা হয়ে থাকে। 

জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই

  • প্রভাব প্রতিপত্তিশীল মানুষের এলাকায় বাস করে তারই সাথে কলহ-বিবাদ করা।
  • ক্ষমতাশীল এর এলাকায় থেকেই তার সঙ্গে ঝামেলায় জড়ানো। 

অতি দর্পে হত লংকা

  • অতি দর্প বা অতিরিক্ত অহংকার- দম্ভ ভালো না, তাতে বিপদের সম্ভবনা থাকে।
  • অহংকার করলে পতন অনিবার্য।
  • অহঙ্কারের মাত্রা যখন ছাড়িয়ে যায়, তখন পতন অনিবার্য।
  • কোন কিছুর বাড়াবাড়িই ভালো কিছু নিয়ে আসে না, বরং উল্টো ক্ষতি হয়।

নিকটবর্তী সমার্থক প্রবাদ: ‘অহংকার পতনের মূল।’ 

উদোর পিন্ডি বুদোর ঘাড়ে

  • একজনের দোষ অন্য জনের ওপর চাপিয়ে দেয়া।
  • একজনের কৃতকর্মের ফলাফল বা দায়ভার অন্যায় ভাবে অন্য আরেকজনের উপর আরোপ করা।

ভিক্ষার চাল কাঁড়া আকাঁড়া

  • বিনামূল্যে প্রাপ্ত জিনিসের গুণাগুণ বিচার করতে নেই।
  • বিনামূল্যে পাওয়া জিনিসের গুণাগুণ বিচার চলে না।
  • ভিক্ষা দ্বারা লব্ধ দ্রব্যের মান বিচার নিরর্থক।
  • দয়ার দান উৎকৃষ্ট মানের হয় না।

ভাগাড়ে গরু মরে, শুকুনির টনক নড়ে

  • একের দুঃখে অন্যের সুখ।

নিকটবর্তী সমার্থক প্রবাদ: ‘কারো পৌষমাস কারো সর্বনাশ।’

চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে

  • অতীত অভিজ্ঞতা থেকে ভ্রান্তি, ভয় কিংবা ভীতি।
  • পূর্বে ক্ষতির শিকার হওয়া ব্যক্তি সব সময় আতঙ্কগ্রস্ত থাকে; যে কাজ করে একবার যে ব্যক্তি ঠকেছে সে দ্বিতীয়বার সমরূপ কাজ করতে ভয় পায়।

নিকটবর্তী সমার্থক প্রবাদ: 'ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।' 

যত হাসি তত কান্না বলে গেছে রাম সন্যা/সন্না/শর্মা

  • জীবনের হাসি-কান্নার পরিমাণ সমান-সমান।
  • কোন কিছু নিয়ে বেশি সুখ-আহ্লাদ করতে নেই, তাহলে সে সংক্রান্ত দুঃখ-কষ্টও সেই পরিমাণেই বেশি হয়ে থাকে। 

পুরোনো চাল ভাতে বাড়ে

  • পুরানো জিনিষ থেকে বেশি উপকার পাওয়া যায়।
  • দিনশেষে অভিজ্ঞতাই সফলতা নিয়ে আসে। 

ভাগের মা গঙ্গা পায় না

  • দেখার জন্য অনেকে থাকলে শেষ পর্যন্ত বা চূড়ান্তভাবে কেউই দেখে না।
  • কোন কাজ ভাগা-ভাগি করে করা হলে, শেষ পর্যন্ত সেই কাজটিই সম্পন্ন হয় না কিংবা পন্ড হয়ে যায়। 

নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা

  • নিজের ক্ষতি করে হলেও বা হবে জেনেও অন্যের ক্ষতি করা।
  • অন্য কারো ক্ষতি করার উদ্দেশ্যে নিজের বড় ক্ষতি করা। 

ঘোমটার ভিতর খেমটার নাচ

  • বাহিরে সাধুভাব, ভেতরে কুটীলতা বা ভণ্ডামি।
  • লজ্জার ভূষণের আড়ালে নির্লজ্জ চরিত্র। 

অনভ্যাসের ফোঁটায় কপাল চড়চড় করে

  • অনভ্যস্ত কাজে অস্বস্তিবোধ হয়।
  • কোন কাজ অভ্যস্ততায় পরিণত না হওয়া পর্যন্ত অস্বস্তিবোধ কাজ করে। 

ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই

  • অযৌক্তিক এবং অতিরিক্ত আশা, শেষ পর্যন্ত হতাশায় পর্যবসিত হয়।
  • অন্তহীন-অযৌক্তিক আশার সাথে করে অন্তহীন নিরাশাও আসে।

 

Published By
About us  | Privacy Policy | Terms of Service
© 2024 grammarbd.com All Rights Reserved.